জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে আনসার-ভিডিপি’র সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬০ জন দরিদ্র আনসার ভিডিপি সদস্যের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কমান্ডার জিল্লুর রহমান ও উপজেলা প্রশিক্ষক হিমা আক্তার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।