স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে ‘জয় বাংলা চত্বর’ ও শহীদ মিনার উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত এ চত্বর উদ্বোধন করা হয়। পরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজারে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে উদ্বোধন করেন পীর মিসবাহ এমপি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, পলাশ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক চান মিয়া, হাবিলদার (অব.) মোর্শেদ আহমদ, উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল কাদির, ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ, যুবলীগ নেতা সোহেল আহমদ, আনোয়ার হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা তৈয়বুর রহমান, মোবারক হোসেন, জাপা নেতা হোসাইন আহমদ, মনির, সোহেল প্রমুখ।