জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত জাল ও গুঁই পুড়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে দেশীয় পোনা মাছ রক্ষায় বিভিন্ন হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার ২টি বড় বেড় জাল ও প্রায় ৫ শতাধিক গুঁই জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এসব জব্দকৃত জাল ও গুঁই পুড়ে ধ্বংস করা হয়। এতে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, থানা পুলিশ ও ফয়সল চৌধুরীসহ অন্যান্য কর্মচারীরা।