স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা খেলাঘর আসরের উদ্যোগে ঘরোয়া আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হল রুমে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রাজু আহমদের সঞ্চলনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
এ সময় তিনি বলেন, খেলাঘর শিশুদের নিয়ে কাজ করে। শিশুদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য বিষয়েও মেধা থাকা প্রয়োজন। শিশুদের যেন সব বিষয়ে মেধার বিকাশ ঘটে খেলাঘর সেই লক্ষ্যে কাজ করছে।
তিনি আরও বলেন, পর্যটন ক্ষেত্রে সুনামগঞ্জের অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য্য হৃদয়ছোঁয়ার মতো। আমি পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওর দেখতে এসেছি। হাওরের এই বিশালতা যে কাউকে মুগ্ধ করবে। তবে হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি আমাদের সবার মাথায় রাখতে হবে। এ জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।
আড্ডায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব.) সৈয়দ মহিবুল ইসলাম, খেলাঘরের উপদেষ্টা অখিল চন্দ্র ধর, সহ-সভাপতি কানিজ সুলতানা, সাংগঠনিক স¤পাদক হায়দার আলী, অর্থ স¤পাদক প্রদীপ কুমার পাল, সাহিত্য স¤পাদক প্রভাষক দুলাল মিয়া, সমাজকল্যাণ স¤পাদক আশরাফুজ্জামান বাবলু, সদস্য আনোয়ারুল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা খেলাঘর আসরের সদস্য, সাংবাদিক, নাট্যকর্মী ও করোনাকালে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের স্বেচ্ছাসেবীরা।