স্টাফ রিপোর্টার ::
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ও ইসলামী ফাউন্ডেশন ও মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহযোগিতায় জেলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মালম্বীসহ বিভিন্ন ধর্মের নেতাদের অংশগ্রহণে ভার্চুয়ালি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এসময় ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাদানীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল বাসির, হিন্দু ধর্মের প্রতিনিধি পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, খ্রিস্টান ধর্মের প্রতিনিধি ডেনিস চক্রবর্তী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের ডিডি মো. আবু সিদ্দিকুর রহমান, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী হৃদয়ানন্দ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ প্রমুখ।
কর্মশালায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের সম্প্রীতি অটুট রাখতে অপারপর ধর্মের নেতৃবৃন্দের প্রতি আহ্বান রাখা হয়। আগামীর উন্নয়ন ও সম্প্রীতির বাংলাদেশ বির্নিমাণে প্রত্যয় ঘোষণা করেন ধর্মীয় নেতৃবৃন্দ।