স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রহুল ইসলাম, সফল উদ্যোক্তা সৃষ্টি সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রুশনা, সফল যুব সংগঠক ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলম।
আলোচনার শেষে জেলা প্রশাসকের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘকে চার শতাধিক মাস্ক উপহার দেওয়া হয়। যা বিভিন্ন হাট-বাজার ও পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানাগেছে।
সীমিত পরিসরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক (ইলেকট্রনিক্স) রনজিত কুমার বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর মো. আবুল হোসেন, জাতীয় অ্যাওয়ার্ড প্রাপ্ত-২০২০ অর্ণিবান যুব সংঘের সভাপতি মোছা. শিল্পী বেগম, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. কাজী মুুমিনুল ইসলাম, প্রত্যাশা যুব সংঘের সভাপতি মো. আফাজমনি, বহুমুখী সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, মো. আনোয়ার হোসেন প্রমুখ।