স্টাফ রিপোর্টার ::
সুজন-সুশাসনের জন্য নাগরিক ও বিকশিত নারী নেটওয়ার্কের জামালগঞ্জ ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক সভায় এই কমিটি গঠন করা হয়।
সুজনের সভায় সর্বসম্মতিক্রমে শাহিন আলমকে সভাপতি ও বশির আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। অপরদিকে বিকশিত নারী নেটওয়ার্ক-এর সভায় সর্বসম্মতিক্রমে শাহীনা আক্তারকে সভাপতি ও আয়শা ছিদ্দিকাকে সাধারণ স¤পাদক করে ১১ সদস্যবিশিষ্ট বিকশিত নারী নেটওয়ার্ক জামালগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
জামালগঞ্জ ইউনিয়ন সুজনের সহ-সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হায়দর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন সুজন জামালগঞ্জ উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা সুজনের তাহমিনা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা।
সাধারণ স¤পাদক গত দুই বছরের প্রতিবেদন উপস্থাপনের পর শুরু হয় কমিটি গঠন কার্যক্রম। সভায় সর্ব সম্মতিক্রমে শাহিন আলমকে সভাপতি ও বশির আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সুজনের ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শাহীনা আক্তার, সহ সাধারণ সম্পাদক তাহমিনা বেগম, সাংগঠনিক স¤পাদক তোফায়েল আহমদ মাসুম। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচিতরা বসে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিকশিত নারী নেটওয়ার্ক জামালগঞ্জ উপজেলা সভাপতি আয়শা ছিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাঙ্গার প্রজেক্টের একে কুদরত পাশা। আলোচনায় অংশ নেন রাসমিনা বেগম, বিউটি রানী কর, সাজিনা বেগম, সুফিয়া বেগম, শাহীনা আক্তারম, মীরা দেবনাথ, সাফিয়া বেগম, মাফিয়া বেগম, রাশেদা বেগম, ফাতেমা বেগম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে শাহীনা আক্তারকে সভাপতি ও আয়শা ছিদ্দিকাকে সাধারণ স¤পাদক করে ১১ সদস্যবিশিষ্ট বিকশিত নারী নেটওয়ার্ক জামালগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি, সাফিয়া বেগম, সহ সাধারণ স¤পাদক সাজিনা বেগম, কোষাধ্যক্ষ মীরা দেবনাথ, নির্বাহী সদস্য মাফিয়া বেগম, বিউটি রানী, সুফিয়া বেগম, রাসমিনা বেগম, রাশেদা বেগম, ফাতেমা বেগম।