স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর হাসপাতালে মাসিক বিগ ক্লিনিং ডে অনুষ্ঠিত এবং একই সাথে ৫০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। প্রতিমাসের প্রতি মঙ্গলবার মাসিক ক্লিনিক ডে’র অংশ হিসেবে মঙ্গলবার সকালে হাসপাতালে মাসিক ক্লিনিং-ডে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মো. আনিসুর রহমান, আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডা. আশুতোষ সিংহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী, সাংবাদিক মাসুক মিয়া প্রমুখ। পরে ঊর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ-এর পরিচালক আসিফ আশরাফের পক্ষ থেকে দেয়া ৫০ হাজার কাপড়ের তৈরি বিশেষ মাস্ক বিতরণ করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক (পরিচালক) ডা. মো. আনিসুর রহমান হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগী ও তাদের স্বজনদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মো.আনিসুর রহমান বলেন, কোভিড-১৯ থেকে নিরাপদ থাকতে হলে মাস্ক-এর বিকল্প নেই। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পারলে করোনা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি। মাস্ক ব্যবহার করে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসময় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।