স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের বেদেপল্লী সোনাপুর থেকে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে গ্রামে অভিযান চালিয়ে গ্রামের আব্দুল মতিনের মেয়ে হাফিজা আক্তার (২৬) ও সিলেটের মইয়ারচর এলাকার মঙ্গাই মিয়ার ছেলে আবুল মিয়া (২৫)-কে আটক করা হয়। আটকের পর বিকেলে তাদেরকে মামলা দিয়ে সদর থানায় হস্থান্তর করা হয়েছে।
র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ অফিসের কোম্পানি কমান্ডারের কার্যালয় সূত্রে জানা গেছে, আটককৃত ওই দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সুনামগঞ্জ অফিসের কম্পানি কমান্ডার লে. ক. সিঞ্চন আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ’র নেতৃত্বে একটি অভিযানিক দল সোনাপুর গ্রামে অভিযান চালায়। এসময় হাফিজা ও আবুলকে ১২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এই ইয়াবা তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য সংগ্রহ করেছিল। তারা দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় সূত্র।
র্যাব সুনামগঞ্জ অফিসের কোম্পানি কমান্ডার লে.ক. সিঞ্চন আহমদ বলেন, আটককৃত নারী ও পুরুষ পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সুনামগঞ্জ সদর থানায় হস্থান্তর করা হয়েছে।