স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
সাধারণ স¤পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনা করোনা হেল্প সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থানীয় কমিটির সদস্য ডা. ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, সাংগঠনিক স¤পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড. মল্লিক মইনুদ্দিন সোহেল, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনূর আলী, রেজাউল হক, আনছার উদ্দিন, অ্যাড.আব্দুল হক, সেলিম উদ্দিন, আবুল মনসুর শওকত, আবুল কালাম, আনিসুল হক, সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফল ইসলাম প্রমুখ।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, প্রথমদিনে সুনামগঞ্জ পৌর শহরে ১০ হাজার মাস্ক, ১০০ পিপি বিতরণ করা হবে। তাছাড়া করোনা আক্রান্ত রোগীদের ফ্রি-তে অ্যাম্বুলেন্স সেবা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে।