ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশায় শুক্রবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধর্মপাশা থানা পুলিশ পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামের সামনে হাওরের ফসলরক্ষা বাঁধের কাছ থেকে লাশটি উদ্ধার করে।
শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী মাসকান্দা গ্রামের সামনে হাওরে ফসলরক্ষা বাঁধের কাছে একটি লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমানকে বিষয়টি জানান। চেয়ারম্যান ধর্মপাশা থানা পুলিশকে জানালে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।