স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম (৭০) আর বেঁচে নেই। বুধবার (১৪ জুলাই) বেলা ৩টায় তেঘরিয়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার নামাজে জানাজা লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এরপর লক্ষণশ্রী কবরস্থানে তাঁর দাফন স¤পন্ন হয়।
এদিকে সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড. আবুল হোসেন, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. জিয়াউল হক, সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, ঝুটন পুরকায়স্থ, অধ্যাপক শাহ আবু নাসের, নাদের আহমদ, জুয়েল আহমদ, আলী আহমদ, আনসারুল হক বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, পার্থ পুরকায়স্থ, দিলু দাশ, ব্যবসায়ী শ্যামল কান্তি রায়, চন্দন দাস, বিপ্লব সাহা, মহিবুর রহমান, অনুপ চক্রবর্তী, আবেদ মাহমুদ, বিপুল ভট্টাচার্য্য, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহদে নূর, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, গোলাম সাবেরীন সাবু, আবাবিল নূর, সামিনা চৌধুরী মনি, সৈয়দ ইয়াসিনুর রশিদ, আহসান জামিল আনাস, আবুল হাসনাত মো. কাওসার প্রমুখ।