স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পরিবার প্রতি ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বিরামপুর গ্রাম থেকে এ চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান মো. আব্দুল হাই।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, ইউনিয়নের ১,২,৩,ও ৪নং ওয়ার্ডের মোট ৯১৬টি পরিবারের মধ্যে ১০ কেজি হারে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে অন্য ৫টি ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হবে। ইউনিয়নের মোট ২ হাজার ১১১টি পরিবার সুবিধাভোগ করবেন।
বিতরণপর্বে উপস্থিত ছিলেন তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সদর উপজেলার মো. জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড সদস্য মো. শহিদ মিয়া, ২নং ওয়ার্ড সদস্য জহুরুল হক, ইউপি উদ্যোক্তা নুরুল হক তুহিন প্রমুখ।