ধর্মপাশা প্রতিনিধি ::
করোনা পরিস্থিতি মোকাবেলায় ধর্মপাশায় কর্মহীন জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২০জন ব্যক্তির মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ানুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, সিনিয়র মৎস্য মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, ইউপি সদস্য আবুল কাশেম, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। উপহারসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, লবণ, চিনি, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি চিড়া।