জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়রের নামাঙ্কিত ফলক ভাংচুরের ঘটনা ঘটেছে। জানাগেছে, কয়েক মাস আগে জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে একটি নতুন রাস্তার উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া। তবে গত ১৪ জুলাই রাতে দুর্বৃত্তরা রাস্তার পাশে থাকা সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়ার নামফলকটি ভেঙে ফেলে।
এ ব্যাপারে সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নামফলক ভাংচুরের ঘটনা খুবই দুঃখজনক। যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না।
জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র আক্তার হোসেন বলেন, নামফলক ভাংচুরের ঘটনায় পৌরসভার পক্ষ থেকে থানায় জিডি করা হচ্ছে।