স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, তাঁর সহধর্মিণী শিল্পী চন্দ এবং মেয়ে গৌরী চন্দের দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে সংগঠনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন আরপিননগর জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ মোহাম্মদ গোলাম সারোয়ার।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য রফিকুল ইসলাম কালা মিয়া, আনোয়ারুল হক, নজরুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মেহেদী হাসান লিটন, পৌরসভার ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক স¤পাদক খলিলুর রহমান, ৪নং ওয়ার্ড কৃষক লীগের সদস্য শেখ আখতার হোসেন, ৭নং ওয়ার্ড কৃষক লীগের সদস্য আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, তাঁর স্ত্রী শিল্পী চন্দ, মেয়ে গৌরী চন্দ সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। তারা রাজধানীর নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।