স্টাফ রিপোর্টার ::
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা কঠোর বিধি-নিষেধের শেষ দিনে সুনামগঞ্জ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি।
এ সময় কর্মহীন মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ৬১ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী, উপ-অধিনায়ক মেজর আসীফ তানভীর রেজা খান, লে. শাহবাজ আহমেদ ফয়সাল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল প্রমুখ।