স্টাফ রিপোর্টার ::
অনলাইন নিউজ পোর্টাল ‘এন২৪সুনামগঞ্জ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার সকালে এই পোর্টালের উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র নাদের বখত। সুনামগঞ্জ পৌরসভার হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংবাদিক মানব তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এন২৪সুনামগঞ্জ-এর সম্পাদক ও প্রকাশক অণীশ তালুকদার বাপ্পু।