জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে পুলিশ সদস্য জনি মিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, মঙ্গলবার মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন জনি মিয়া। এ সময় স্থানীয় হেলিপ্যাড এলাকায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য জনি মিয়া গুরুতর আহত হন। তাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।