দ.সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের আয়োজনে ও এলজিএসপি-০৩ এর অর্থায়নে শিমুলবাক ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিক ও ১টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্টিল আলমিরা, ডেলিভারি টেবিল ও চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ তালুকদার, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা প্রদানকারী মো. হামিদুল হক চৌধুরী, পাপ্পু কান্তি দাস, শাহিমা আক্তার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের ভিজিটর গুলশান আরা বেগম সহ ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।