স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূর মিয়া বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তাঁর নামাজে জানাজার আগে গার্ড অব অনার দিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মো. নূর মিয়াকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে ৮৯ বছরে মারা যান নূর মিয়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে যান। তাঁর মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে ছুটে যান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। তিনি বীর মুক্তিযোদ্ধা নূর মিয়াকে বিউগলের করুণ সুরে গার্ড অব অনার দেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধার বিদায়কালে সশ্রদ্ধ গার্ড অব অনার দেওয়ায় উপজেলা ভূমি কর্মকর্তাতে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে শোকও জানান এবং মুক্তিযোদ্ধার সম্মানে রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তারও প্রশংসা করেন।
গার্ড অব অনার প্রদান কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল আহমদ প্রমুখ। এছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দও উপস্থিত ছিলেন।