দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের স্বেচ্ছাধীন তহবিল থেকে দক্ষিণ সুনামগঞ্জের দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার পূর্ব বীরগাঁও, পূর্ব পাগলা ও দরগাপা ইউনিয়নের দুঃস্থ লোকজনের মাঝে নগদ ১ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের ৫৩২টি পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে এসব অর্থ বিতরণ করা হয়।
দিনব্যাপী নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, আবু খালেদ রুবেল প্রমুখ।