স্টাফ রিপোর্টার ::
আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প দর্শনে সুনামগঞ্জ আসছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। আজ সোমবার তিনি ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ এবং বিশ্বম্ভরপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প দর্শন করবেন। বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সাভিস এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে যোগদান করবেন। পরে কোভিড-১৯, বন্যা পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন।