তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর বাজার ও বালিজুরি বাজারসহ বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১১ জনকে ৬ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দায়িত্ব পালন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।
ইউএনও মো. রায়হান কবির বলেন, লকডাউন বাস্তবায়নে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে।