স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জের ভীমখালি ইউনিয়নের নোয়াগাঁও বাজারসহ বিভিন্ন গ্রামে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই আমাদের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক ত্রাণ তৎপরতা শুরু করেছি। জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও কর্মহীন পরিবারের লোকজনকে খাদ্য সহায়তা দিয়েছি। বিগত দিনে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন গ্রামেও খাদ্য সহায়তা প্রদান করেছি। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মঞ্জুর, মেজর মোহাইমিনুল ইসলাম, লেফটেন্যান্ট সাকলাইন তুষার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, সাংবাদিক মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।