স্টাফ রিপোর্টার ::
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্রমিকদের মধ্যে চাল, ডাল, তেল, মুড়ি, লবণ, চিনি, ময়দা, সেমাই, চিনি, সাবান প্রভৃতি খাদ্যসামগ্রী উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার শেখ মোহাম্মদ মহসিন, দোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী প্রমুখ।