স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, তাঁর সহধর্মিণী শিল্পী চন্দ এবং মেয়ে গৌরী চন্দের দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে শ্রীমদ্ভগবতগীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির, শ্রীশ্রীকালাচাঁন ও গোপাল জিউর আখড়া মন্দিরে শ্রীমদ্ভগবতগীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ইসকন মন্দিরের পরিচালক রাজশ্যাম গোপাল দাস ব্রহ্মচারীর তত্ত্বাবধানে পবিত্র গীতাপাঠ ও প্রার্থনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা রাজকুমার বর্মণ, ননী সিংহ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, তাঁর স্ত্রী শিল্পী চন্দ, মেয়ে গৌরী চন্দ সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। তারা রাজধানীর নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।