স্টাফ রিপোর্টার ::
জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে সুনামগঞ্জ কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত কার্যক্রমে অংশ নেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, সহ-সম্পাদক আব্দুস সালাম মাহবুব, এফ. আলম রাব্বি, এস.আর.এম দুর্জয় দত্ত পুরকায়স্থ, ইসরাত জাহান, ইশা, রোভার লুৎফুর রহমান, সোহানুর রহমান, ইয়াছির জাওয়াদ, অমিত, সাদিকুর রহমান, সাজু, সানোয়ার, মারজান, রিফাত, আসিফ, মাহদী, আবু হামজা, গার্লস ইন রোভার তনুশ্রী, মনোয়ারা, লাবিবা, বর্ষা, হাসনা, আমেনা প্রমুখ।