জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ২০০টি কর্মহীন অসহায় পরিবারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার করোনাকালীন কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া ছোট চায়ের দোকানি, সেলুনে কর্মরত নরসুন্দর, মুচি, ফেরিওয়ালা ও রিকসাচালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ২০০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এছাড়া পরিস্থিতি বিবেচনায় জরুরি খাদ্য সহায়তা হিসেবে আরও কিছু বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।