দ.সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জে লকডাউনের কারণে কর্মহীন পরিবহন শ্রমিক, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ৮টি ইউনিয়নের ১০০জন বিভিন্ন শ্রেণীপেশার কর্মহীন পরিবহন শ্রমিক, অসহায় ও দুস্থদের মাঝে চাল, ডাল, তেল, দুধ, সেমাই, চিনি, লবণ, সাবান, মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।