স্টাফ রিপোর্টার ::
দেশে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের খাদ্যসামগ্রী দরিদ্র শ্রমিকদের হাতে তুলে দেয়া হয়। এসব উপহারসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, এনডিসি রিফাতুল হক, সহকারী কমিশনার শাহরিয়ার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ। প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ১০ কেজি চাল, ডাল, তেল , চিনি, আলু, লবণ, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, করোনাকালীন কর্মহীন শ্রমজীবী ৩শ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে। আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। ইতিমধ্যেই আরও কিছু বরাদ্দ প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন আরও বলেন, লকডাউনের সময়ে কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে, সেদিকে বিশেষ নজর আছে সরকারের। কোনো হতদরিদ্র পরিবার যাতে সরকারি সহযোগিতা থেকে বাদ না যায় তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। করোনাকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।