জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে করোনা আক্রান্ত হয়ে নির্মলা রাণী গোপ নামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের যাত্রাপাশা গ্রামের মৃত সুশীল চন্দ্র গোপের স্ত্রী।
সাবেক পৌর কাউন্সিলর দিপক গোপসহ স্থানীয়রা জানান, নির্মলা রাণী গোপ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এক পর্যায়ে তিনি করোনা আক্রান্ত হন। অবশেষে হোম আইসোলেশনে থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুদন ধর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।