স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. লেচু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটি ধল গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। সোমবার দুপুরে ধলবাজারে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী শহীদ মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে লেচু মিয়ার পরিবারের বিরোধ চলছে। সোমবার দুপুরে ধলবাজারের একটি স্যালুনের চেয়ারে বসেছিলেন লেচু মিয়া। এসময় গ্রামের আব্দুস শহীদর ছেলে ঝন্টু মিয়া ধারালো ছুরি দিয়ে হঠাৎ তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা লেচুকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লেচু মিয়া’র মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঝন্টু মিয়া পলাতক রয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, ঘাতকদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।