সুনামকণ্ঠ ডেস্ক ::
দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশে করোনা পরিস্থিতি। কোনোভাবেই থামছে না সংক্রমণ ও মৃত্যুর মিছিল। এ মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। গত ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাতদিনে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন ৯৫৩ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৪৭ জন।
তথ্যমতে, গত ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন এবং ৫ জুলাই ১৬৪ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন।
এছাড়া গত সাতদিনে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৪৭ জন। যার মধ্যে গত ২৯ জুন ৭ হাজার ৬৬৬ জন, ৩০ জুন ৮ হাজার ৮২২ জন, ১ জুলাই ৮ হাজার ৩০১ জন, ২ জুলাই ৮ হাজার ৪৮৩ জন, ৩ জুলাই ৬ হাজার ২১৪ জন, ৪ জুলাই ৮ হাজার ৬৬১ জন এবং ৫ জুলাই ৯ হাজার ৯৬৪ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। আর সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।