স্টাফ রিপোর্টার ::
লকডাউনে সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালত ৯জনকে অর্থদণ্ড দিয়েছেন। রোববার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ও বিজিবি সদস্যদের সহযোগিতায় উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজার, সুলেমানপুর বাজার, শ্রীপুর বাজারসহ বিভিন্ন বাজারে অভিযানকালে ৯টি মামলায় মোট ১৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।