জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে ১৮০জন অসহায় দরিদ্রের মাঝে সহায়তা প্রদান করা হয়। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি।
স্বাস্থ্যবিধি মেনে সহায়তাসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ রঞ্জন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ স¤পাদক এম নবী হোসেন, যুগ্ম স¤পাদক কাজী আশরাফুজ্জামান, সদর ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, ইউপি সদস্য সহিদুল ইসলাম প্রমুখ।