স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারের আমবাড়ি ও তাহিরপুরের বালিজুরি হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক; মধ্যনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ মনির উদ্দিন (৭৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রোববার সকাল ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র, গুণগ্রাহী রেখে গেছেন।
ভাটি অঞ্চলের শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত মনির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ৪৪ বছর শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এই শিক্ষাগুরু। প্রত্যন্ত এলাকায় কঠোর পরিশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন দুটি মাধ্যমিক বিদ্যালয়। অন্যটিতে দীর্ঘদিন ছিলেন সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে। হাজার হাজার ছাত্রের কাছে তিনি ছিলেন ‘মনির স্যার’ হিসেবে পরিচিত।
রোববার বিকাল সাড়ে ৩টায় জানাজার নামাজ শেষে মধ্যনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. জিয়াউল হক, সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ স¤পাদক এমরানুল হক চৌধুরী, সাবেক সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান পীর, সহ-সভাপতি শাহজাহান চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মাস্টার মোহাম্মদ মনির উদ্দিন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল, সুনামগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ূন কবির এবং গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রভাষক আমিন উদ্দিনের শ্বশুর।