স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় করোনা আক্রান্ত হয়ে দোলেনা আক্তার (৬২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। ওইদিন বাদ আসর নামাজে জানাযা শেষে ধর্মপাশা গ্রাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মড়লপাড়ার বাসিন্দা শওকত আলীর স্ত্রী দোলেনা আক্তার গত কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যথাসহ নানা সমস্যায় ভোগছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় করোনা পরীক্ষার জন্য দ্রুত তার নমুনা সংগ্রহ করা হয়। পরক্ষণেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়- ওই গৃহবধূ ছিলেন করোনা পজিটিভ।
এদিকে শনিবার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ জনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইমরান হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার পর তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের কিছুক্ষণ পরই তিনি মারা যান। তার নমুনায় করোনা পজিটিভ এসেছে।