তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে লকডাউন অমান্য করায় এক যুবককে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুস সোবহানের ছেলে আরিফ মিয়া (৩২)। শনিবার দুপুরে উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার মো. নজরুল ইসলাম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. আব্দুর রকিব পাঠান।
এছাড়া, সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার তাহিরপুর সদর বাজার, আনোয়ারপুর বাজার ও বালিজুরী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি মামলায় ১৩ জনকে ৭৪৫০ টাকা জরিমানা করেন।