দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ পয়েন্টে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাজারে অবস্থানরত জনসাধরণের মাঝে মাস্ক বিতরণ ও জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা দিয়ে মাইকিং করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি, উপজেলা সিনিয়র স্টাফ নার্স মতিউল ইসলাম ও বিকাশ বালা, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, স্যানেটারি পরিদর্শক শহীদুল্লাহ, এমটি ইপিআই নওশাদ মিয়া, অফিস স্টাফ জহিরুল ইসলাম, সুশান্ত কর্মকার, রনি আহমদ, আজহার উজ জামান, জুবায়েল আহমদ, জাকারিয়া প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি বলেন, জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ অবশ্যই মানতে হবে সবাইকে। অন্যথায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে।