জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত ১ জুলাই থেকে দ্বিতীয় বারের লকডাউনের মাত্র ৩ দিনের মাথায় জগন্নাথপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। এর মধ্যে গত ১ জুলাই ১০ জন ও ৩ জুলাই শনিবার আরও ১৩ জন আক্রান্ত হন। তাদের মধ্যে ২ জন জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা, ২ জন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া, ১ জন পাইলগাঁও, ৫ জন আশারকান্দি, ২ জন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ও আরেকজন বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। এ নিয়ে জগন্নাথপুরে করোনায় মোট ২৭১ জন আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪২ জন। হোম আইসোলেশনে আছেন ২৫ জন ও হাসপাতাল আইসোলেশনে আছেন ৩ জন। মোট আক্রান্তের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।