স্টাফ রিপোর্টার ::
চলমান লকডাউনে বিধি-নিষিধ অমান্য করায় ছাতকে ২২ জনকে মোট ১১হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা বিভিন্ন হাটে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচারনা করে এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীল।
অভিযানে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের আওতায় ১২ টি মামলায় ৯হাজার টাকা ও দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় ১০টি মামলায় দুই হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।