ছাতক প্রতিনিধি ::
ছাতকে ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে ফারুক মিয়া (৩২) নামের এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। বৃহ¯পতিবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক মিয়া একই ইউনিয়নের বেতুরা গ্রামের শুকুর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, যথারীতি বিদ্যুৎ লাইন বন্ধ করে মির্জাপুর গ্রাম এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি ট্রান্সফরমারে কাজ করছিলেন বিদ্যুৎ বিভাগের অস্থায়ী শ্রমিক ফারুক মিয়া। ট্রান্সফরমারের কাজ স¤পন্ন করে নিরাপদে যাওয়ার আগেই বিদ্যুৎ চলে আসলে বৈদ্যুতিক শর্টে খুঁটি থেকে নিচে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।