স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ নৌবাহিনীতে এক্টিং সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করায় এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সুনামগঞ্জের মেধাবী শিক্ষার্থী আব্দুল হাদি সিয়াম। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল গ্রামে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভাকাক্সক্ষীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিয়ামের বাবা আজমল হোসেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সবদননূর, মঈন উদ্দিন মাস্টার, আমানুল হক রাসেল, জনি হোসেন, আব্দুল আহাদ, মাসুম আহমেদ, ফারুক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, আব্দুল হাদি সিয়াম বাংলাদেশ নৌবাহিনীতে ২০২১ ব্যাচে কমিশন লাভ করে বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার পদে যোগ দিয়েছেন। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় হতে ২০১১ সালে মাধ্যমিক ও ২০১৩ সালে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হতে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বিষয়ে অনার্স পাশ করেন।
সিয়াম সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল গ্রামের আজমল হোসেন ও রশওন আরা বেগমের প্রথম সন্তান।