স্টাফ রিপোর্টার ::
দক্ষিণ সুনামগঞ্জের বড়মোহা গ্রামের কলেজ ছাত্র নাজিমুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বড়মোহা গ্রামবাসী। শুক্রবার দুপুরে বড়মোহা দারুলউলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাউয়া ডিগ্রি কলেজের বি.এ (পাস) প্রথম বর্ষের ছাত্র নাজিমুল হককে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান গ্রামবাসী।
সমাজকর্মী আব্দুল্লাহ নোমানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত নাজিমুলের পিতা আনছার মিয়া, প্রবীণ মুরব্বী হাবিবুল্লাহ জায়গীরদার, ইউপি সদস্য তারা মিয়া, আক্তার ভূঞা, সৈয়দ রুম্মান, ডা. সুয়েব জায়গীরদার, মাস্টার জুয়েল মিয়া, মতিউর রহমান জায়গীরদার, মোশাহিদ মিয়া, এলাহ উদ্দিন ভূঞা, সৈয়দ কায়কোবাদ, আজাদ মিয়া, শামীম জায়গিরদার, সালেহ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ জুন ক্রিকেট খেলায় বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে কলেজছাত্র নাজিমুল হক জায়গীরদারকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে একই গ্রামের প্রতিপক্ষরা। এই ঘটনায় এই পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।