দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন কলেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম ও অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। পরিদর্শক দলে ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রফেসর দিলীপ কুমার ভৌমিক (অধ্যক্ষ, পার্কভিউ মেডিকেল কলেজ), প্রফেসর নবকুমার সাহা (অধ্যাপক, প্যাথলজি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ), প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক, মো. নাইমুল হক চৌধুরী (রেজিস্ট্রার, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়)। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোজিত মজুমদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, মেডিকেল কলেজের প্রভাষকগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।