সুনামকণ্ঠ ডেস্ক ::
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আজ বৃহ¯পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের ‘কঠোর লকডাউনে’ যাচ্ছে দেশ। এই সময়ে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ।
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানিয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‘কঠোর লকডাউন’ বাস্তবায়ন করতে বৃহ¯পতবিার (১ জুলাই) থেকে মাঠে থাকছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা।