দ.সুনামগঞ্জ প্রতিনিধি ::
মুজিববর্ষ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নার্সিং কর্মকর্তা মতিউল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, স্যানেটারি পরিদর্শক শহীদুল্লাহ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদ, মল্লিকা দাশ, অফিস স্টাফ জহিরুল ইসলাম, সুশান্ত কর্মকার, রবিন আহমদ, জুয়েল আহমদ, জাকারিয়া প্রমুখ।