স্টাফ রিপোর্টার ::
ছাতকে ব্যাটারিচালিত অটোরিকসা (টমটম) দুর্ঘটনায় চালক নজরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। মঙ্গলবার (২৯ জুন) সকালে কৈতক-কামারগাঁও বাজার সড়কের দৌলতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে কৈতক যাওয়ার পথে কৈতক-কামারগাঁও বাজার সড়কের দৌলতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ষাঁড় চলন্ত অটোরিকসায় (টমটম) ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকসা খাদে পড়ে গেলে চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়।