স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে করোনা আক্রান্ত হয়ে সফিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের আব্দুল মুছাব্বিরের স্ত্রী।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, সোমবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে তিনি তাহিরপুর হাসপাতালে ভর্তি হলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার সকালে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহাম্মদ সাফি বিষয়টি নিশ্চিত করেছেন।